২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন নিকোলাস পুরান। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে থাকবেন শাই হোপ। গত মাসে কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গত বছর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন পুরান। পোলার্ডের অনুপস্থিতিতে, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে আটটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডেসহ মোট দশটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, যার মধ্যে চারটি জিতেছেন এবং ছয়টি ম্যাচ হেরেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ করার পর নিজের অনুভূতি ব্যক্ত করে পুরান জানান, “ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হতে পেরে আমি সত্যিই গর্বিত। অধিনায়ক মনোনীত হওয়া আসলেই এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের বড় অর্জন। আমি আমাদের ভক্ত-সমর্থকদের জন্য মাঠে দুর্দান্ত কিছু করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।” 

২০১৬ সালে সাদা বলের ফরম্যাটে অভিষেকের পর, পুরান এখন পর্যন্ত ৯৪টি আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন এবং দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ৩৩০০ রান। তবে, জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে কখনো খেলেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান দলের নতুন অধিনায়ক।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img