করাচিতে সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিক পাকিস্তান। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বোলিং তোপে ৯৭ রানেই ৭ উইকেট হারায় বাবর আজমের দল।
ইনিংসের ২৬ রানে হারায় ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ৪৫ রানে ফেরেন আরেক ওপেনার, আগের টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ইমাম উল হক, এই ইনিংস করেছেন মাত্র ২০ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজহার আলী, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফদের উইকেট হারায়। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেছেন স্টার্ক।
এর আগে উসমান খাজার ১৬০ এবং অ্যালেক্স ক্যারির ৯৩ তে ভর করে ৯ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট শিকার করেন সাজিদ খাঁন এবং ফাহিম আশরাফ।