২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

করুনারত্নের সেঞ্চুরি;ক্যাচ মিসের মাশুল গুনছে বাংলাদেশ

- Advertisement -

কথায় আছে উইকেটে টিকে গেলে রান আসে নানা দিকে। পাল্লেকেলে টেস্টে প্রথম সেশনটা বুঝে শুনে ঠান্ডা মাথায় খেলেছে শ্রীলঙ্কান দুই ওপেনার। লাঞ্চ বিরতির পর হাত খুলে নানা দিকে ব্যাট চালিয়ে সচল রেখেছে স্কোর বোর্ড। প্রথম সেশনে ২৭ ওভারে ৬৬ রান ছিলো, পরের সেশনে ঐ রান ১৭ ওভারেই তুলেছে করুনারত্নে-থিরিমান্নে জুটি। অধিনায়ক দিমুথ করুনারত্নের দ্বাদশ শতকে চা বিরতির আগে লঙ্কানদের সংগ্রহ ৫৮ ওভারে বিনা উইকেটে ১৮৮ রান।

ছবিঃ অলরাউন্ডার

প্রথম টেস্টে শান্ত-মুমিনুল-মুশফিক ক্রিজে সেট হয়েও দ্রুত রান তোলায় মনোযোগি ছিলেন না। ঐ ভুলটা করছেনা লঙ্কান ওপেনাররা। ফিফটির পর প্রায় ষাট স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আগের ম্যাচে ডাবল শতক হাকানো করুনারত্নে। ২৮ রানে শান্ত’র ক্যাচ মিসের কল্যাণে ক্যান্ডিতে ব্যাক টু ব্যাক টেস্ট শতক স্বাগতিক অধিনায়কের। এই ইনিংসেই টেস্টে ৫ হাজার রানের ক্লাবে পৌঁছেছেন তিনি।

আরেক প্রান্তে থিরিমান্নের কাছ থেকে যোগ্য সঙ্গই পাচ্ছেন করুনারত্নে। পঞ্চাশের নিচে স্ট্রাইকরেটে ৮ চারে সলিড ব্যাটিংয়ে ৮০ রানে আনবিটেন।

ছবিঃ এসএলসি

দুপুরের সেশনে উইকেট যেনো আরো ব্যাটিং সহায়ক। সকালে একাধিক সুযোগ তৈরী হলেও, দ্বিতীয় সেশনে টাইগারদের পাঁচ বোলারের কেউই নজর টানতে পারেননি। পেস কি স্পিন ভ্যারিয়েশনের ঘাটতি স্পষ্ট।

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img