২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

করোনাকে জয় করে স্পেন দলে ফিরেছেন বুসকেটস

- Advertisement -

ইউয়েফা ইউরো ২০২০ এর ‘ই’ গ্রুপের ম্যাচে শনিবার পোল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সেই ম্যাচে স্পেন দলে ফিরেছেন অধিনায়ক সের্জিও বুসকেটস। করোনা টেস্টে নেগেটিভ হয়ে পোল্যান্ডের বিপক্ষে খেলার ছাড়পত্র পাচ্ছেন বার্সেলোনা মিডফিল্ডার।

ইউয়েফা ইউরো ২০২০ উপলক্ষ্যে ৪জুন পর্তুগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে স্পেন। সেই ম্যাচে স্প্যানিশ শিবিরকে নেতৃত্ব দেন সের্জিও বুসকেটস।  ম্যাচের পর পিসিআর টেস্টে পজিটিভ হন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। এবার নেগেটিভ হওয়ায় শুক্রবার সেভিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন বুসকেটস। স্পেন ফুটবল দল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাপারটা নিশ্চিত করেছে।

পিসিআর টেস্টে পজিটিভ হওয়ার পর আইসোলশনে চলে যান বুসকেটস। তখন তার কাছাকাছি থাকা সবাইকেই কোয়ারেন্টিনে থাকতে হয়। করোনা পজিটিভ হওয়ায় বুসকেটস খেলতে পারেননি সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। স্প্যানিশ অধিনায়ককে ছাড়া স্পেন ভালোই ভুগেছে। সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা, সে ম্যাচে স্পেনের নেতৃত্বের ভার ছিল জর্দি আলবার কাঁধে। শনিবার পোল্যান্ডের বিপক্ষে লা কার্তুজা স্টেডিয়ামে স্পেন চাইবে জয়খরা ঘোচাতে, যেখানে নেতৃত্ব দেবেন সের্জিও বুসকেটস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img