বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ১ উইকেট, সেটিও ছাপিয়ে তিনি উপহার দিয়েছেন ম্যাচের সেরা মুহুর্তগুলোর একটা, কেন উইলিয়ামসনকে করেছেন এক বিদ্যুৎগতির রানআউট। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সাড়ে পাঁচ মাস পর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফিরেই রোববার নিজের জাত চিনিয়ে দিয়েছেন সাকিব আল হাসান; ম্যাচজয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার রান আউটের প্রশংসায় এখন পঞ্চমুখ ভক্ত-সমর্থকগণ।
ম্যাচশেষে কলকাতার ড্রেসিংরুমেও চলেছে সাকিব বন্দনা। সাকিবকে উদ্দেশ্য করে স্তুতিবাক্য ঝড়েছে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের মুখে, দিয়েছেন করতালি; যাতে সঙ্গ দিয়েছে গোটা কেকেআর ড্রেসিংরুম। সোমবার কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে এসব দৃশ্য। কিছুদিন আগে ম্যাককালামের উদ্দেশ্যেই “কিউই নন বলেই হয়ত সাকিবকে একাদশে রাখেন না ম্যাককালাম” এই মর্মে আরোপ লাগিয়েছিলেন ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব আকাশ চোপড়া।
ভিডিওতে দেখা গেছে, তালি দিতে দিতে সাকিবের রানআউটকে ‘খুব অসাধারণ’ উল্লেখ করে ম্যাককালাম বলছেন,
” এই করতালি সাকিব আল হাসানের উদ্দেশ্যে, যে শুধুমাত্র বল হাতেই দুর্দান্ত ছিলো না, একটি অসাধারণ রানআউটও করেছে। এসব বড় মুহুর্ত, যেগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, সাকিব তোমাকে শুভেচ্ছা, বন্ধু”- বলেছেন ম্যাককালাম
এর আগে ক্যামেরা গিয়েছিল সাকিবের কাছেও, যিনি সমর্থকদের কাছে শেষ ম্যাচের জন্য চেয়েছেন দোয়া।
“শেষ দুটি ম্যাচই আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। সেদিক থেকে এই ম্যাচটি জিততে পেরে খুবই ভালো লাগছে। আমাদের ফাস্ট বোলাররা শুরুতে খুব ভালো বল করেছে যা পরের দিকে আমাদের স্পিনারদের সাহায্য করেছে। আর একটি জয়, তাহলেই আমরা প্লে অফের জন্য কোয়ালিফাই করব, সবাই আমাদের জন্য দোয়া করবেন”- বলেছেন সাকিব
কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ রাজস্থান রয়েলসের বিপক্ষে ৭ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে।