অপেক্ষার ঘটছে অবসান। আগামীকাল (রোববার) থেকে মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মে মাসে করোনার আঘাতে স্থগিত হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় কিস্তি। তবে এই দফায় আইপিএল হয়ত হারাচ্ছে কিছুটা রং। অনেক তারকা ক্রিকেটাররা ইনজুরিসহ বিভিন্ন ব্যক্তিগত কারণে যোগ দিচ্ছেন না নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলের সাথে। তাদের মধ্যে রয়েছে জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ক্রিস ওকস, অ্যাডাম জাম্পাদের মত বড় নাম।
অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো বসে থাকেনি; ওই ক্রিকেটারদের জায়গায় পূরণ করতে দ্রুতই ডেকে আনা হয়েছে বদলি খেলোয়াড়দের। চেন্নাই সুপার কিংস বাদে প্রতিটি দলেই রয়েছে এক বা একাধিক বদলি খেলোয়াড়। কুঁচকির ইনজুরিতে পড়া ফ্যাফ ডু প্লেসির বদলি হিসেবে কারো নাম এখনো ঘোষণা করেনি চেন্নাই।
সবচেয়ে বেশি ৫ জন খেলোয়ার বদল করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, ফিন অ্যালেন আর ওয়াশিংটন সুন্দরের জায়গায় তারা যথাক্রমে দলে ডেকেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, জর্জ গারটন, টিম ডেভিড (আইপিএলে ডাক পাওয়া প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার) ও আকাশ দীপকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন বদলি নিয়ে রাজস্থান রয়েলস রয়েছে এরপরই। বেন স্টোকস, জস বাটলার, জফ্রা আর্চার ও অ্যান্ড্রু টাইয়ের বদলি হিসেবে তারা দলে ডেকেছে যথাক্রমে ওশানে থমাস , এভিন লুইস, গ্লেন ফিলিপস ও তাবরিজ শামসিকে।
পাঞ্জাব কিংসে খেলছেন না ডেভিড মালান, ঝাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথ। তাঁদের জায়গায় দলে এসেছেন এইডেন মার্করাম, আদিল রশিদ ও নাথান এলিস।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লী ক্যাপিটালসে রয়েছে দুটি পরিবর্তন। ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের ও বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থের বদলে দলে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ারশুইস ও ভারতীয় পেসার কুলবন্ত খেজরোলিয়া।
কলকাতা নাইট রাইডার্স অজি পেসার প্যাট কামিন্সের বদলে দলে নিয়েছে কিউই পেসার টিম সাউদিকে। মুম্বাই ইন্ডিয়ান্সে বাঁহাতি পেসার মহসিন খানের বদলে এসেছেন আরেক বাঁহাতি পেসার রুশ কালারিয়া। সানরাইজার্স হায়দ্রাবাদ ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বদলে দলে ডেকেছে শেরফান রাদারফোর্ডকে।
এক নজরে-
অনুপস্থিত খেলোয়াড় | ফ্র্যাঞ্চাইজি | বদলি খেলোয়াড় |
অ্যাডাম জাম্পা | ব্যাঙ্গালুরু | ওয়ানিন্দু হাসারাঙ্গা |
ড্যানিয়েল স্যামস | ব্যাঙ্গালুরু | দুশমন্ত চামিরা |
কেন রিচার্ডসন | ব্যাঙ্গালুরু | জর্জ গারটন |
ফিন অ্যালেন | ব্যাঙ্গালুরু | টিম ডেভিড |
ওয়াশিংটন সুন্দর | ব্যাঙ্গালুরু | আকাশ দীপ |
বেন স্টোকস | রাজস্থান | ওশানে থমাস |
জস বাটলার | রাজস্থান | এভিন লুইস |
জফ্রা আর্চার | রাজস্থান | গ্লেন ফিলিপস |
অ্যান্ড্রু টাই | রাজস্থান | তাবরিজ শামসি |
ডেভিড মালান | পাঞ্জাব | এইডেন মার্করাম |
ঝাই রিচার্ডসন | পাঞ্জাব | আদিল রশিদ |
রাইলি মেরেডিথ | পাঞ্জাব | নাথান এলিস |
ক্রিস ওকস | দিল্লী | বেন ডোয়ারশুইস |
এম সিদ্ধার্থ | দিল্লী | কুলবন্ত খেজরোলিয়া |
প্যাট কামিন্স | কলকাতা | টিম সাউদি |
মহসিন খান | মুম্বাই | রুশ কালারিয়া |
জনি বেয়ারস্টো | হায়দ্রাবাদ | শেরফান রাদারফোর্ড |
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের দ্বিতীয় কিস্তি।