প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে হারার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই উঠেছিল প্রশ্নটা। পাকিস্তানের এক সাংবাদিক অধিনায়ক কোহলিকে প্রশ্ন করেছিলেন, “রোহিতকে বাদ দিয়ে ইশান কিষানকে নেয়া হচ্ছে না কেনো!” সেই প্রশ্ন নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বেশ। অবশেষে একাদশে ফিরেছেন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা, তবে রোহিতের জায়গায় নয়। একাদশ থেকে ছিটকে গিয়েছেন সুর্যকুমার যাদব।
Here's how the teams line up for #INDvNZ 💥#NZ bring in Adam Milne for Tim Seifert, with Devon Conway to keep#IND replace Bhuvneshwar Kumar with Shardul Thakur; Ishan Kishan comes in for Suryakumar Yadav, who has a back spasm
Follow 👉 https://t.co/u41mHMSm26 | #T20WorldCup pic.twitter.com/CTEvn6YVCX
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 31, 2021
দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এটা। হারলেই ছিটকে যাওয়ার সম্ভাবনা জাগতে পারে টুর্নামেন্ট থেকেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসটা তাই গড়ে দিতে পারে ব্যবধান, সেটা অনুমান করাই যায়। আগের ম্যাচেই একই ভেন্যুতে হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ। খুব বেশি পরিবর্তন যে রাতারাতি হবে না সেটা অনুমান করাই যায়। তাই, টসে জিতলে ফিল্ডিং নেয়ার সম্ভাবনাটাই ছিল বেশী।
Ready for the big one 💪#T20WorldCup | #INDvNZ pic.twitter.com/wFfSmEvviF
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 31, 2021
হয়েছেও তাই। টসে জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড দল; একাদশে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে, বাদ পড়েছেন টিম সেইফার্ট। উইকেটের পেছনে দেখা যাবে ডেভন কনওয়েকে। ভারতীয় দলে এসেছে দুই পরিবর্তন। ইশানের পাশাপাশি একাদশে ফিরেছেন শার্দুল ঠাকুর, বাদ পড়েছেন ভুবেনশ্বর কুমার।
ভারত দল
লোকেশ রাহুল, রোহিত শর্মা, ভিরাট কোহলি (অধিনায়ক), ইশান কিষান, রিশভ পান্থ, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী
নিউজিল্যান্ড দল
মার্টিন গাপটিল, ডেরিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট