৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলবে আফগানিস্তান

- Advertisement -

টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পেলেও ক্রিকেট বিশ্বের সব বড় দলগুলোর বিপক্ষে এখনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান। তবে কিছুটা হলেও সেই অপেক্ষার অবসান হচ্ছে। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। নিজেদের হোমগ্রাউন্ড হিসেবে ভারতে টেস্ট ম্যাচটি আয়োজন করবে আফগানিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে টেস্টে আফগানিস্তানের দশম ম্যাচ। আগামী ৯ সেপ্টেম্বর টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে শ্রীলঙ্কা সফর করবে কিউইরা। যদিও লঙ্কানদের বিপক্ষে সিরিজের সূচি এখনো ঠিক হয়নি।

নিউজিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও সাউথ আফ্রিকা এখনো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেনি। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা থাকলেও সেটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা নিয়ে সমালোচনাও হয়েছিল অনেক।

২০২৪ সালে এখন পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছে আফগানিস্তান। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। সেই দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এর আগে গত বছরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল আফগানরা। টেস্টে ২০২১ সালে সবশেষ জয়টি এসেছিল তাদের। সেবার সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়েকে হারিয়েছিল রশিদ খানরা। সব মিলিয়ে ৯ টেস্টে ৩ জয়ের বিপরীতে ৬টিতে হেরেছে আফগানিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img