টোকিও অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলো আর্জেন্টিনা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে সাইতামা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিলো আকাশী সাদারা। তবে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
প্রথমার্ধ শেষে সমতা নিয়েই মাঠ ছেড়েছিলো দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় স্পেন। মিকেল মেরিনোর গোলে লিড পাওয়া স্প্যানিশরা পুরো ম্যাচ জুড়েই ছিল দুর্দান্ত। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা । শেষটাও সেখানে, চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি আকাশী সাদারা।
কান্নাকে সঙ্গীকরেই মাঠে ছেড়েছে আর্জেন্টিনা, কোপা জয়ের পর তাদের দেখা হয়ে গেল মুদ্রার উল্টোপিঠও।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ আইভরিকোস্ট। অপরদিকে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে শেষ আটে স্পেনের সঙ্গী মিসর। বুধবার অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলে। কোয়ার্টারে মিসরের প্রতিপক্ষ ব্রাজিল।