১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

কেইন যখন ‘ক্রিকেটার’

- Advertisement -

জামাইকার দৌড়বিদ উসাইন বোল্টকে বহুবার ‘ক্রিকেটার হতে চান’-এমন ইচ্ছা প্রকাশ করতে শোনা গেছে, যদিও তার সেই স্বপ্ন বাস্তব হয়নি। তবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনকে সোমবার হঠাৎই দেখা গেল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেটারের ভূমিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এউইন মরগান-জস বাটলারের সাথে কেইনের হাসিখুশি ছবি দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি বোল্টের মতো কেইনেরও ইচ্ছা ক্রিকেটার হওয়ার?

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে গতকাল লন্ডন স্পিরিট এবং ম্যানচেস্টার অরিজিনালসের মধ্যকার ম্যাচে কেইন এবং তার ক্লাব টটেনহাম হটস্পারের সতীর্থ ম্যাট ডোহের্টি এসেছিলেন নিজেদের স্বপ্নপূরণ করতে। পেশাদার ক্রিকেটারদের মতোই হাতে গ্লাভস, পায়ে প্যাড পড়ে ক্রিকেটের মক্কা খ্যাত ‘লর্ডসে’ হ্যারি কেইন ব্যাট হাতে নেমে পড়েছিলেন। সেটা অবশ্য মূল ম্যাচ শুরু হওয়ার আগে।

কেইন এবং ডোহের্টি দুইজনই ব্যাট হাতে এক মজার প্রতিযোগিতায় নেমেছিলেন। ৫ বলের জন্য ছক্কা মারার প্রতিযোগিতায় নামানো হয় খানিক সময়ের ‘ক্রিকেটার’ বনে যাওয়া এই দুই ‘ফুটবলারকে’। তাদের সঙ্গে ছিলেন স্কাই স্পোর্টসের দুই জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন ও ইয়ান ওয়ার্ড। যদিও শেষ পর্যন্ত ছক্কা মারার এই প্রতিযোগিতায় ডোহার্টির কাছে হারতে হয়েছে কেইনকে। তবে এমন মুহূর্ত নিশ্চিতভাবেই উপভোগ করেছেন এই ইংলিশ অধিনায়ক।

ড্যারেন গফের সাথে ধারাভাষ্য দিচ্ছেন কেইন

প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার স্বাদ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটারে’ কেইন জানান, “সত্যিকার অর্থেই এটা স্বপ্নপূরণের মতো একটা ব্যাপার। এটা আমার প্রথম ক্রিকেট ম্যাচ, এর চেয়ে ভালো আর কোন জায়গাতেই বা হতে পারত সেটি!” 

শুধুমাত্র ব্যাট হাতে মাঠে নেমে পড়াই নয়, রীতিমতো ক্রিকেটের ধারাভাষ্যকার বনেই গিয়েছিলেন এই স্ট্রাইকার। রবি শাস্ত্রী, ড্যারেন গফের সাথে ধারাভাষ্য দিতেও দেখা যায় কেইনকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img