আগামী ২১ জুন কোপা আমেরিকা মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে দলটা। প্রতিপক্ষ অবশ্য খুব বেশি শক্তিশালী নয়। একটিতে প্রতিপক্ষ ইকুয়েডর, আরেকটিতে গুয়েতেমালা।
৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে লিওনেল মেসির দল মাঠে নামবে গুয়েতেমালার বিপক্ষে। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন দল হলেও, শক্তিমত্তার বিচারে ইকুয়েডরকে ভালো প্রতিপক্ষ মানছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
“যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে। কারণ, মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে।“- বলেছেন স্কোলোনি
ইকুয়েডরের সাম্প্রতিক ফর্ম অবশ্য দারুণ। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে দলটা। কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা।