কোপা আমেরিকার জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল কোরেয়ার। বাদ পড়েছেন ২৯ সদস্যের প্রথমিক দলে থাকা লিওনার্দো বালের্দি এবং ভ্যালেন্টিন বারকো।
লিওনেল মেসির নেতৃত্বে সবশেষ কোপা এবং বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কোপার আসছে আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন এলএমটেন। ইনজুরি থেকে দলে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কোপার দলে সুযোগ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা আলেহান্দ্রো গারনাচোর।
আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে, ২১ জুন। এরপর যথাক্রমে ২৬ এবং ৩০ জুন চিলি এবং পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৬ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুয়ি, ফ্রাঙ্কো আরমানি
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, হেরমান পেতসেয়া, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া, ভালেন্তিন কারবোনি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ