কোপা আমেরিকার প্রথম ম্যাচ। মাঠে উপস্থিত সত্তর হাজার দর্শক। যুক্তরাষ্ট্রেও যেন আর্জেন্টিনার ঘরের আবহ। কানাডার বিপক্ষে শুরু থেকেই ডমিনেট করেছে আর্জেন্টিনা। ৬৫ ভাগ বলের দখল ছিলো দলটার। শেষমেশ ২-০ গোলের জয়।
আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। ম্যাচের ৪৯ মিনিটে আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি কানাডা। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি হয়েছে। তবে গোল হয়নি। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেজ। পরে আর গোল হয়নি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার পরের ম্যাচ ২৬ জুন, চিলির বিপক্ষে।