রোববার হোবার্টে শ্রীলঙ্কা-ম্যাচে নতুন এক ইতিহাসের স্বাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। যার কেন্দ্রীয় চরিত্রে আইরিশদের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নামা জর্জ ডকরেল। কোভিড পজিটিভ হয়েও ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার এখন তিনি।
ডকরেলের করোনা আক্রান্ত হওয়ার খবর একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। স্থানীয় প্রশাসন এবং আইসিসির নীতিমালা মেনেই কোভিড আক্রান্ত এই ক্রিকেটারের দেখাশোনা করছে তারা।
ইতিহাস গড়ার দিন ১৬ বলে ১৪ রান করেছেন ডকরেল। আইসিসির বর্তমান বিধিমালা অনুযায়ী কোন খেলোয়াড় কোভিড পজিটিভ হলে তার একক অনুশীলন এবং ম্যাচ খেলায় কোনো বাধা নেই। তবে কোভিড পজিটিভ কোনো ক্রিকেটার দলগত অনুশীলন করতে পারবেন না।