ভিরাট কোহলির শেষ আন্তর্জাতিক সেঞ্চুরির পর কেটে গেছে পৌনে তিন বছর। সেঞ্চুরিখরায় ভুগলেও রানখরায় ছিলেন না এই ব্যাটসম্যান। তবে সাম্প্রতিক সময়ে রানখরাও পেয়ে বসেছে ভারতীয় ক্রিকেটের সময়ের সবচাইতে বড় তারকারকে। কিছুতেই যেনো বাজে সময়কে পেছনে ফেলতে পারছেন না।
গুঞ্জন আছে কোহলিকে ফর্মে ফেরাতে নির্বাচকরা তাকে রাখবেন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে। অনেকেই সেটিকেই সমর্থন দিচ্ছেন আবার অনেকেই মনে করছেন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রান করলেও ভবিষ্যতে এর সুফল বেশ ভালো নাও হতে পারে। তাদেরই দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশ।
‘‘প্রথমত জিম্বাবুয়ে সফরের জন্য ভারতের নির্বাচকরা যে চিন্তাভাবনা করেছে সেটা আমার কানে এসেছে এবং ব্যাপারটা ভালো লেগেছে। তারা সেখানে তাদের সেরা দলটাকে এবং সেরা ক্রিকেটারদের পাঠাচ্ছে না। তারা আশপাশ বিবেচনা করে এগোতে চাচ্ছে।’’

নতুনদের সুযোগ দেওয়া এবং রেগুলার পারফর্মারদের না পাঠানোর সিদ্ধান্তের গুঞ্জনে খুশি এই কিউই। তবে তার আপত্তি ভিরাট কোহলির আফ্রিকার দেশটিতে সিরিজ খেলা নিয়ে।
‘‘আমি মনে করি এটা কোহলির জন্য ক্ষতির কারণ হতে পারে। এখানে শতক পেলেও কি লাভ হবে? এখানে সে শতক হাঁকাতেই পারে এবং সাময়িক সময়ের জন্য আত্মবিশ্বাসও পেতে পারে। কিন্তু এটাতে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আমি চাই সে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে একেবারে দূরে থাকুক এবং এরপর ফিরে আসুক। রাহুল দ্রাবিড় এবং নির্বাচকরা তাকে প্রশ্ন করা উচিৎ বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে তার কতটুকু সময় প্রয়োজন?’’
জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।