৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক গাপটিল

- Advertisement -

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রানসংগ্রাহকের আসনটা দখল করে রেখেছিলেন ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ভিরাট কোহলি। সেই কোহলির দেশেই ভারতীয় তারকাকে ছাড়িয়ে গেলেন মার্টিন গাপটিল।

খেলেছেন ১৫ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস

রাচিতে চলমান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছেন গাপটিল; টানা দুই বলে দুই চার হাঁকিয়ে করেছেন শুরু। আউট হওয়ার আগে ১৫ বলে করেছেন ৩১ রান।  অথচ প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরার সম্ভাবনা জেগেছিল কিউই ওপেনারের। ইনিংসের প্রথম ওভারেই ভুবেনশ্বর কুমারের চতুর্থ বলে মিডঅফের ওপর দিয়ে মারতে গিয়ে বল তুলে দিয়েছিলেন আকাশে। পেছনে অনেকটা দৌড়েছিলেন লোকেশ রাহুল, কিন্তু বলটাকে করতে পারেননি তালুবন্দি।

রানসংগ্রাহকের তালিকায় তিনে রোহিত

দীপক চাহারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে গাপটিল যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার নামের পাশে ৩২৪৮ রান। দ্বিতীয় অবস্থানে থাকা কোহলির সংগ্রহ ৩২২৭; তৃতীয় অবস্থানে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সংগ্রহ ৩০৮৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান করার এলিট ক্লাবে আছেন শুধুমাত্রই এই তিন ব্যাটসম্যান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img