২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

‘কোহলিকে দেখাতে চেয়েছি তার উইকেটটি কতটা মূল্যবান’- অ্যান্ডারসন

- Advertisement -

জেমস অ্যান্ডারসন সাতবার ভিরাট কোহলিকে আউট করেছেন; সংখ্যাটা এক অঙ্কের হতে পারে, কিন্তু এটি নিজেদের মধ্যকার প্রতিযোগিতার কথাই বলে। তাদের মধ্যকার লড়াইটা আরো চোখে পড়ছে ভারত-ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজে। কখনো অ্যান্ডারসনের বোলিং তোপে দিশেহারা কোহলি, কখনো আবার ভারতীয় অধিনায়ক পুরোনো রুপে। নিজেদের মধ্যকার লড়াইটা নিয়ে কথা বলেছেন অ্যান্ডারসনও; জানিয়েছেন নিজেদের মধ্যকার সুস্থ প্রতিযোগিতাটা উপভোগ করার কথা।

“যখন আমি লিডসে প্রথম ইনিংসে কোহলিকে আউট করেছিলাম তখন অনেক আবেগ কাজ করছিল নিজের ভেতর। এটা অনেকটা ট্রেন্ট ব্রিজের মতই। আমার মনে হয় তার সাথে আমার একটা সুস্থ্য প্রতিযোগিতা রয়েছে, কারণ সে একজন সেরা খেলোয়াড় এবং ভারতের অধিনায়কও। তারা যখন উইকেট পায়, তখন কোহলির উদযাপনই বলে দেয় উইকেটটা তাদের কাছে কতটা অর্থবহ। তাই, আমিও তাকে দেখাতে চেয়েছি তার মতো একজন ব্যাটসম্যানের উইকেটটা আমাদের জন্য কতটা মূল্যবান”- বলছিলেন অ্যান্ডারসন

সিরিজ জুড়েই চলেছে কথার লড়াই

হেডিংলিতে তৃতীয় টেস্টে কোহলির সময়ে করা ঐ স্পেলটার ব্যাপারে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় লিখেছেন অ্যান্ডারসন। বলেছেন কি পরিকল্পনা ছিল মস্তিষ্কে।

“মূল লক্ষ্য ছিল জুটি হিসেবে বল করতে পারা। কোহলি আমার করা প্রথম ১২টি বলের দশটিই ছেড়ে দিয়েছেন। জো রুট এসে আমায় বলে তাকে খেলতে দিতে এবং উইকেটের চেষ্টা করতে। কিন্তু আমি চাইনি সে হাত খোলার সুযোগটা পেয়ে যাক”- কোহলিকে করা দুর্দান্ত স্পেলটা নিয়ে অ্যান্ডারসন

অ্যান্ডারসন এবং কোহলি; একজন টেস্ট ইতিহাসের সেরা পেসার, অপরজন ক্রিকেট ইতিহাসেরই সেরা ব্যাটসম্যাদের একজন। কোহলি-অ্যান্ডারসনের মধ্যকার লড়াইটা ঠিক কতদিন দেখা যাবে তা জানা না থাকলেও, ক্রিকেট বিশ্ব যে তাদের দুজনকেই হৃদয়ে ধারণ করে রাখবে অনেক বছর তা অনুমান করাই যায়।

বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। তিন ম্যাচ শেষে সিরিজে ১-১ এ সমতা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img