সাদা বলের ক্রিকেটে পেরিয়েছে ভিরাট কোহলি যুগ, নতুন শুরুর অপেক্ষায় রোহিত শর্মা। যেভাবে কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও গণমাধ্যমের মুখোমুখি হয়ে সতীর্থের প্রশংসাই করেছে নতুন ক্যাপ্টেন। জানিয়েছেন ভারতীয় ক্রিকেটটাকে কিভাবে বদলে দিয়েছেন কোহলি, অধিনায়ক হিসেবে রোহিতের কাজটা কতটা সহজ করে দিয়েছেন।
“কোহলি পুরো দলের চিত্রটাই বদলে দিয়েছে। সে দলটাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে, যেখান থেকে পিছে ফিরে তাঁকানোর কোনো সুযোগ নেই। পাঁচ বছরের অধিনায়কত্বে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে সে। যখনই মাঠে নেমেছি একটাই বার্তা পেয়েছি, নিজের সেরাটা নিংড়ে দিয়ে খেল।”-বলছিলেন রোহিত শর্মা
কোহলির অধীনে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন রোহিত, “তার সাথে ক্রিকেটটা ভীষণ উপভোগ করি। ওর অধীনে অসংখ্য ম্যাচ খেলেছি। আমরা একসাথে দারুণ সময় অতিবাহিত করেছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি এবং সামনেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
নিজে অধিনায়কত্ব পেয়ে কতটা খুশি সেটাও জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক, “ভারত দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এটা অনেক বড় দায়িত্ব এবং সাআ বলের ক্রিকেটে আমি আগামী দিনগুলোতে অধিনায়কত্ব করতে ভীষণ উত্তেজিত। এটা অন্যরকম এক সফর, যার স্বপ্ন সবসময়ই দেখে এসেছি।”