৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কোহলি নন, ওয়ানডে দলের অধিনায়কও রোহিত!

- Advertisement -

সামনে সাউথ আফ্রিকা সফর, পুরো বছর জুড়ে খুব বেশী ওয়ানডে ম্যাচও নেই ভারতের। ২০২৩ সালেই বিশ্বকাপ, অধিনায়ক নিযুক্ত করার জন্য এটাকেই সঠিক সময় মনে করছেন নির্বাচকেরাও।  টি-টোয়েন্টির দায়িত্ব থেকে ইতোমধ্যেই সরে গেছেন ভিরাট কোহলি, তাকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয়ার ব্যাপারে ভাবছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

“এই সময়ে ভিরাটের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে ওয়ানডের অধিনায়কত্ব ধরে রাখা। আমাদের খুব বেশী ওয়ানডে ম্যাচও নেই আগামী বছরে”- বলছিলেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও বিসিসিআইয়ের প্রথম পছন্দ রোহিত শর্মা, “কেনো আপনি দুটি ফরম্যাটের জন্য আলাদা দুই অধিনায়ক রাখবেন? বেশীরভাগ কর্মকর্তাই মনে করেন রোহিতকে অধিনায়ক করা হলে সে ২০২৩ বিশ্বকাপের জন্য দল গোছাতে যথেষ্ঠ সময় পাবে।”

সময়টা ভালো যাচ্ছে না রাহানের

চেতন শর্মা, সুনীল যোশী, আবেয় কুরুবিল্লা এইমুহুর্তে মুম্বাইয়েই অবস্থান করছেন। কোহলির অধিনায়কত্ব, রাহানের দলে থাকা না থাক সব বিষয়ে খুব শিঘ্রই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে বসবেন তারা। সেখানে উপস্থিত থাকার কথা বোর্ডের সম্মানিত সেক্রেটারি জয় শাহেরও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img