১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ক্রাইস্টচার্চ থেকে তাসকিনের বার্তা

- Advertisement -

দিন কয়েক আগেই নিউজিল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। তবে কোয়ারেন্টিনের কারণে ঘরেই কাটছে সময়। ক্রাইস্টচার্চে পৌঁছুনোর দুই দিন পর অবশ্য কিছু সময়ের জন্য নিজেদের মধ্যে দেখা-সাক্ষাত করতে পেরেছেন তাসকিন আহমেদ-মাহাদী হাসানরা।

ভিডিওবার্তায় তাসকিন অবশ্য জানিয়েছেন ঘণ্টাখানেকের ওই সময়টাই বেশ উপভোগ করেছে বাংলাদেশ দল। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন তাসকিন আহমেদ, তবে এই পরিস্থিতি দ্রুত শেষ হবে এটাই তার কামনা।

সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কারণ এর আগে কখনোই এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পরে আমরা আধা ঘণ্টা-৪০ মিনিটের জন্য ২ মিটার দুরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আবার রুমে এসে পড়েছি। তাও ভালো লাগছে কারণ টানা দুইদিন অলমোস্ট বন্দী রুমে। আরও কয়েকটি টেস্ট বাকি আছে। ইনশাআল্লাহ্, এরপর আমরা প্র্যাকটিস শুরু করতে পারবো।

টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ, শেষ হবে ১ এপ্রিল।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,  লিটন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img