৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ক্রিকেটকে ‘বিদায়’ বললেন তুষার ইমরান

- Advertisement -

২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের বিদায়টা নীরবেই নিলেন তুষার ইমরান। বাংলাদেশের জার্সি আরও একটাবার গায়ে জড়ানোর ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল তার। ইনজুরির কারণে মাঠ থেকে নিতে পারেননি বিদায়; তবে ‘ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে করা হয়েছিল আয়োজন। বিদায় বেলায় উপস্থিত ছিলেন নাজমুল আবেদীন ফাহিম, মোহাম্মদ সালাহউদ্দিন, আব্দুর রাজ্জাকসহ সিলেট এবং রংপুর বিভাগীয় দলের ক্রিকেটাররা।

খেলোয়াড়রা হাত উঁচিয়ে জানিয়েছেন বিদায়

ফার্সট ক্লাস ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে গেছেন তুষার; ৩২ শতকে ১১৯৭২ রান অন্তত সেই বার্তাই দেয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এই ব্যাটসম্যান জাতীয় দলে রাখতে পারেননি নিজের মেধার স্বাক্ষর। বাংলাদেশের হয়ে ৫ টেস্টে ৯ গড়ে রান করেছেন ৮৯, ৪১ ওয়ানডেতে ১৪ গড়ে ৫৭৪!

জাতীয় দলে নিজের মেধার পরিচয়টা দিতে না পারলেও, একটা সুযোগের আশায় খেলে গেছেন এত বছর। কিন্তু, সেই সুযোগটা আর আসেনি, শরীরটাও দিচ্ছে না সঙ্গ। তাই, নীরবেই সরে গেলেন তুষার, রেখে গেলেন ভুলতে না পারার মতো হাজারও স্মৃতি। তবে, ক্রিকেটকে বিদায় জানালেও তুষার ইমরান থাকতে চান ক্রিকেটের সাথেই।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img