২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ক্রিকেটের মহাবিদ্যালয় থেকে ‘প্রফেসরের’ অবসর

- Advertisement -

ক্রিকেট বিষয়ে অগাধ জ্ঞান, চিন্তা-চেতনা ও অনুসন্ধিৎসু মনের জন্য তাঁকে ডাকা হয় ‘প্রফেসর’ নামে। অবশেষে, ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন ক্রিকেটের এই প্রফেসর অর্থাৎ পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্যারিয়ারের এই সুদীর্ঘ সময়ে ১২টি বৈশ্বিক টুর্নামেন্টে খেলেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।

“আজ আমি অত্যন্ত গর্ব এবং সন্তুষ্টির সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। নিজের ক্রিকেট ক্যারিয়ারে আমি যতটুকু করেছি, তারচেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছি” -বলছিলেন হাফিজ

https://twitter.com/TheRealPCB/status/1477885657271910403?s=20

নিজের ক্রিকেট কারিয়ারকে বিদায় জানানোর পূর্বে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অলরাউন্ডার, “দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের জার্সি গায়ে দিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। দলের খেলোয়াড়, অধিনায়ক, কর্মচারী এবং পিসিবি- যাঁরা আমাকে সাহায্য করেছে; তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হাফিজের ঝুলিতে রয়েছে সর্বমোট ১২৭৮০ রান এবং ২৫৩টি উইকেট। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়াও, ৩টি ওয়ানডে বিশ্বকাপ (২০০৭, ২০১১ ও ২০১৯), ৬টি (২০০৭, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১) এবং ৩টি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (২০০৬, ২০১৩ ও ২০১৭) অংশগ্রহণ করেছিলেন এই ডানহাতি ব্যাটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img