ইনজুরি কাটিয়ে পাকিস্তান দলের সাথে যোগ দিতে প্রস্তুত পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে শাহিন মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সাথে যোগ দেবেন এই পেসার।
গত বিশ্বকাপে দুর্দান্ত বল করা শাহিন ৬ ম্যাচে ৭.০৪ ইকোনমিতে নিয়েছিলেন ৭টি উইকেট। এই বিশ্বকাপেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি। জানিয়েছেন, ইনজুরির সময় ক্রিকেটকে ঠিক কতটা মিস করেছেন।
“পাকিস্তানের জার্সি গায়ে বিশ্বকাপে খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটকে আমি ভালোবাসি। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা মোটেও সহজ ছিল না আমার জন্য”-বলছিলেন শাহিন
পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন নিয়মিত বল করছেন বলেও জানিয়েছেন বাঁহাতি এই পেসার, “সত্যি বলতে আমি আগের থেকে অনেক ফিট। সপ্তাখানেক থেকে ফুল রিদমে ছয়-সাত ওভার বল করছি। অনুশীলনে ব্যাটিংটাও বেশ উপভোগ করছি।”
হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপসহ বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ১৭ ও ১৯ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই দেখা যাবে শাহিনকে। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাবর আজমের দল।