২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ক্ষমা পাবেন রোনালদো?

- Advertisement -

কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবলের জন্য পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যেমন সমাদৃত, তেমনি উগ্র মেজাজের জন্যও মাঝেমধ্যেই হন নিন্দিত। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের উগ্র ব্যবহারের বদৌলতে আরো একবার বিতর্কের জন্ম দিলেন সিআরসেভেন। এভারটনের কাছে ১-০ গোলে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড হারার পর মাঠ ছাড়ার সময় এক এভারটন-সমর্থকের ফোন মাটিতে আছাড় দিয়ে ভেঙ্গে ফেলেন তিনি। পরবর্তীতে অবশ্য এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি।

“এভাবে রেগে যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। যদি সম্ভব হয়, তাহলে ফেয়ার-প্লে আর খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ হিসেবে ওই সমর্থককে আমি ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য নিমন্ত্রণ জানাতে চাই”-নিজের ইন্সটাগ্রাম আইডিতে রোনালদো 

গেল মৌসুমে জুভেন্টাস ছেড়ে পুরোনো ঠিকানা ইউনাইটেডে পাড়ি জমানোর পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না ৩৭ বছর বয়সী এই ফুটবলারের জন্য । বয়সের সাথে সাথে গতিটাও কমে গেছে, দলও পাচ্ছে না কাঙ্ক্ষিত জয়ের দেখা। ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগসহ সব ধরনের কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে তাঁর দল। এছাড়াও, সর্বশেষ সাত ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। বর্তমানে ইপিএলে সপ্তম স্থানে থাকা দলটির শীর্ষ চারে থেকে লিগ শেষ করা নিয়েও জেগেছে শঙ্কা। তাই মেজাজ ঠিক রাখতে পারেননি রোনালদো। এমনটা জানিয়েই তিনি বলেন, “আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে এমন কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার। এরপরও আমাদের অন্যদেরকে শ্রদ্ধার চোখে দেখাতে হবে, শান্ত থাকতে হবে এবং ফুটবলপ্রেমী তরুণদের জন্য উদাহরণ তৈরি করতে হবে।” 

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর প্রতিপক্ষ দলের সমর্থকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরপরই, ক্লাবের তরফ থেকে ঘটনাটি তদন্ত করার আশ্বাস দেয়া হয়েছে। যদিও আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন রোনালদো। তবে তাতেই পার পাবেন কিনা সেটিই দেখার বিষয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img