এশিয়ার উইকেট কিছুটা স্পিনবান্ধব, এটা অস্বীকার করার কোনোই উপায় নেই। কিন্তু, এখানে যে শুধু স্পিনাররাই ভালো করবে এটা মানতে নারাজ পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। শক্তপোক্ত হলে এবং গায়ে জোর থাকলে এসব পিচেও পেসারদের পক্ষে ভালো করা সম্ভব, এমনটাই মনে করেন শাহীন। সেইসাথে প্রয়োজন জুটি বেধে বল করার।
“এশিয়ার সব উইকেটই আসলে কম-বেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। এইধরণের পিচে জুটি বেধে বল করতে হয়”- বলছিলেন শাহীন শাহ আফ্রিদি
হাসান আলীকে নিজের অর্জনগুলোর জন্য কৃতিত্ব দিতে চান শাহীন, “হাসানের অনেক কৃতিত্ব আছে। এবছর ৩৯ উইকেট ওর, আমার ৪৪টি। আমরা জুটি বেধে বোলিং করি এবং নিজেদের মধ্যে পরিকল্পনা করি, কোনো ব্যাটসম্যান ভালো খেলতে থাকলে কিভাবে তাকে আটকে রাখা যায় বা দ্বিধায় ফেলা যায়। আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেই যে, কে কখন আক্রমণ করবে, কে রান আটকে রাখবে।”
শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে পাকিস্তান। শাহীন চান জয় নিয়েই দেশে ফিরতে, “মোমেন্টাম খুব ভালো আছে, দলের কম্বিনেশন দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করব এবং ভালোভাবে শেষ করব এবং এখান থেকে সিরিজ জিতে ফিরব।”