তৃতীয় ওভারের শেষ বলে মুস্তাফিজের একটি লেগসাইডে চলে যাওয়া স্লোয়ারে পুল করতে গিয়ে মাঝব্যাটে লাগাতে পারেননি লুইস। শর্ট মিড উইকেটে মুশফিকুরের ক্যাচে ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন লুইস। এক ওভার পরেই মাহেদী হাসানের ডেলিভারিতে ক্রিস গেইলের উইকেট ছত্রখান।
পাওয়ারপ্লে’র মধ্যেই দুই ক্যারিবিয়ান ডেঞ্জারম্যানকে ফিরিয়ে পাওয়ারপ্লে শেষে ম্যাচের লাগাম হাতেই রেখেছে বাংলাদেশ। উইন্ডিজের রানের চাকায়ও পড়িয়ে রেখেছে লাগাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারের খেলা শেষে আরো একটি উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। মাহেদী হাসানের বলে আউট হয়ে শিমরন হেটমায়ারও ধরেছেন প্যাভিলিয়নের পথ।