গ্যারেথ ডেলেনির ব্যাটিং ঝড়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে চড়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে আয়ারল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় আইরিশরা। দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি ৪ ওভারেই তোলেন ৩৩ রান। ১৬ বলে পাঁচ বাউন্ডারিতে ২২ রান করে নাসুম আহমেদের বলে আউট হন স্টার্লিং। এরপর তাসকিন আহমেদ পরপর দুই ওভারে বালবির্নি ও জর্জ ডকরেলকে তুলে নেন। কিন্তু একপ্রান্তে হাল ধরেন গ্যারেথ ডেলেনি। ৩৩ বলে ফিফটি করা ডেলেনি ইনিংস শেষে ৫০ বলে ৮৮* রান করে অপরাজিত ছিলেন। চার মেরেছেন ৩টি, ছক্কা ৮টি। নিস্তার দেননি বাংলাদেশের কোন বোলারকেই।
বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার। বেদম মার খেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ২০ ওভার শেষে ১৭৭/৩ (ডেলেনি ৮৮*, বলবার্নি ২৫, টেক্টর ২৩*; তাসকিন ২/২৬, নাসুম ১/৩৩)