চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে মিঠুন-রাব্বির ব্যাটে ভর করে চালকের আসনে ‘এ’ দল। সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন; খেলেছেন ২০৪টি বল। মিঠুন শতকের দেখা পেলেও, পাননি দুর্দান্ত ব্যাটিংয়ে শতকের আশা জাগানো ইয়াসির রাব্বি। মিঠুনের শতকের সাথে সাথে ইনিংস ঘোষণা করেছে ‘এ’ দল; এইচপি দলের সামনে লক্ষ্য ৩৬৬ রান।
২৫২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল; ১১৮ বল খেলে ৪৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন, ৬৫ রানে ইয়াসির রাব্বি। শতকের খুব কাছে গিয়েও মুকিদুল ইসলামের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ৮৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন রাব্বি। আউট হয়ে কিছুক্ষণ বসে ছিলেন পিচেই, যেন বিশ্বাসই করতে পারছিলেন না আউট হয়ে গেছেন যে, ফিরতে হবে ড্রেসিং রুমে!
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/09/Capture-27.jpg)
রাব্বি ফিরে গেলেও নিজের ইনিংসটাকে এগিয়ে নিয়েছেন মিঠুন; ধৈর্যের সাথে খেলে গেছেন প্রতিটা বল। রানে ফেরার ইঙ্গিতটা দিয়েছিলেন তৃতীয় দিনেই, চতুর্থ দিনে এসে তুলে নিলেন শতকটাও। জাতীয় দলে জায়গা নিয়ে যখন শঙ্কা জন্মেছে, তখন এইচপি দলের বিপক্ষে এই পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে মিঠুনকে।
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/09/Capturefg.jpg)
এই প্রতিবেদন যখন লিখছি তখন বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৬ উইকেটে ৩৭১। ৩৭ রান করে তানভীর ইসলামের বলে ছক্কা মারতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ইরফান শুক্কুর। মিঠুনের শতকের সাথে সাথেই ৩৬৫ রানে এগিয়ে থেকে ইনিংস ডিক্লেয়ার করেছে মমিনুল হকের দল।