২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

- Advertisement -

মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।  টাইগারদের স্কোয়াডে কোনো পরিবর্তন না এলেও, কিউইদের দলে এসেছে দুইটি পরিবর্তন। হামিশ বেনেটের সাথে একাদশে সুযোগ পেয়েছেন ব্লেয়ার টিকনার। দুই একদিনের মধ্যেই হতে পারে বিশ্বকাপের দল ঘোষণা; তাই নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেখাতে চাইবে টাইগাররা।

কিউইদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ টাইগারদের

সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসটা তুঙ্গে কিউইদের।  পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়া নিউজিল্যান্ড দল, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়িয়েছিল দুর্দান্তভাবে। ৪ রানে হারলেও, ম্যাচের শেষ মুহুর্ত অব্দি লড়াই করে গেছেন টম লাথাম। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে কিউইরা; ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৬ রানে অলআউট হয় রিয়াদের বাংলাদেশ।

চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন টম লাথামরা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনোই সিরিজ জেতেনি  বাংলাদেশ; বুধবারেই তাই কিউইদের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপটা ঘোচাতে চাইবে টাইগাররা। অপরদিকে সিরিজে সমতা ফিরানোর সুযোগ টম লাথামের দলের সামনে।

 

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল:  রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল,  উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, হামিশ বেনেট, ব্লেয়ার টিকনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img