২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চতুর্থ টেস্টের দলে নাও দেখা যেতে পারে অ্যান্ডারসনকে

- Advertisement -

ওভালে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে নাও দেখা যেতে পারে টেস্ট ইতিহাসের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকে। একটানা খেলে যাওয়ার কারণে বাড়তি চাপ কমাতে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে চায় দুই দলই। তাই, ওভালে চতুর্থ টেস্টে আসতে চলেছে বেশকিছু পরিবর্তন।

দলে আসতে পারে বেশকিছু পরিবর্তন

ইংল্যান্ডে এবারের টেস্ট সিরিজে ভিরাট কোহলির সাথে অ্যান্ডারসনের লড়াইটা বেশ জমে উঠেছে। সেইসাথে পুরো সিরিজে ভারতীয় বোলিং ইউনিট ক্ষ্যাপিয়ে দিয়েছে ইংলিশদের। সিরিজে যখন ১-১ সমতা; তখন দু দলের পক্ষ থেকেই জানা গেছে ওভালে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন, হয়ত দেখা যাবে না কোহলি-অ্যান্ডারসনের লড়াইটাও। কারণ ওভালে ইংল্যান্ডের অভিজ্ঞ পেস বোলারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ, ঘরের মাঠ ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট। ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ নিশ্চয়ই মিস করতে চাইবেননা জিমি। এদিকে স্টিভ হার্মিসন বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়, ওল্ড ট্রাফোর্ডে জিমি অ্যান্ডারসন অবসর নেবে।’ তাই, অনুমান করাই যায় শেষ টেস্টে দলে থাকছেন জিমি। ইংল্যান্ড কোচও দিয়েছেন আভাস।

 “সামনে আমাদের ব্যস্ত সূচি, খুব কম সময়ের মধ্যে খেলতে হবে অনেক বেশি ম্যাচ। তাই, খেলোয়াড়দের একটানা খেলিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করতে চাইনা। একটানা খেলে যাওয়াটা বেশ কষ্টের”-বলছিলেন  ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড।

অ্যান্ডারসনের পাশাপাশি বিশ্রাম দেয়া হতে পারে রবিনসনকেও

প্রধান কোচের কথায় স্পষ্ট যে, বিশ্রাম দিয়ে দিয়েই খেলাতে চান খেলোয়াড়দের। তাই, ধারণা করা হচ্ছে অ্যান্ডারসনের সাথে সাথে রেস্ট দেয়া হতে পারে ওলি রবিনসনকেও। যদিও সিরিজের শুরুতেই অ্যান্ডারসন বলেছিলেন পুরো সিরিজ খেলতে মুখিয়ে আছেন তিনি। ৩৯ বছর বয়সি অ্যান্ডারসন প্রথম তিন টেস্টে বল করেছেন ১১৬.৩ ওভার; যা যেকোনো ভারতীয় বোলারের চেয়ে বেশি। অ্যান্ডারসনের চেয়ে মাত্র দুই বল বেশি করেছেন রবিনসন। ইংলিশ কোচ বলেন,”যখন আমরা মাঠে খেলি, এই ছেলেরা প্রতিদিন নিজেদের উজাড় করে দিচ্ছে। তাই তাদের সঠিক পরিচর্যা নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। তবে আমি এখনিই বলব না যে কাকে বিশ্রামে পাঠানো হবে, কার পরিবর্তে কে আসবে দলে“

ভারতীয় বোলিং লাইনআপেও আসতে চলেছে পরিবর্তন

এদিকে ভারতীয় দলে যে আসতে চলেছে পরিবর্তন, সেই আভাস দিয়ে রেখেছেন কোহলি নিজেই। বলেছেন, “আমরা কাউকে তার সামর্থ্যের সীমার বাইরে ঠেলে দিয়ে তাঁকে ভেঙ্গে পড়তে দিতে চাই না। টানা চারটি টেস্ট ম্যাচ খেলা পেসারদের পক্ষে খুবই কষ্টকর। কাজেই আমরা তাঁদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করব যে কারা ৪র্থ টেস্ট ম্যাচে বিশ্রাম নেবেন যাতে তাঁরা ৫ম টেস্টের আগে পূর্ণ উদ্যমে ফিরে আসতে পারেন”

চতুর্থ টেস্টের দলে স্যাম কারেনের বদলে দলে দেখা যেতে পারে ক্রিস ওকসকেও; ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরার অপেক্ষায় আছেন এই ইংলিশ তারকা বোলার। ওকস ফিরলে স্বস্তিই কাজ করবে ইংলিশ শিবিরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img