৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

চামিরা ও থুসারার পর ছিটকে গেলেন বিনুরা, বদলি রমেশ

- Advertisement -

শ্রীলঙ্কা শিবিরে যেন চোটের মিছিল ছাড়ছেই না, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারার পর অসুস্থতার কারণে ছিটকে গেলেন বিনুরা ফার্নান্দো। বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিনুরা। যার কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।

বিনুরার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অফস্পিনার রমেশ মেন্ডিস। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রমেশের। এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে দুটি ম্যাচ খেলেছেন লঙ্কান এ স্পিনার।

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বিনুরা। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২৯ বছর বয়সী এ পেসার ৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৩টি উইকেট। এলপিএলে বিনুরা রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন বেশ কিপ্টে। পুরো টুর্নামেন্টে ৬.৮১ গড়ে রান দিয়েছেন লঙ্কান এ পেসার। এলপিএলে জাতীয় দলের সতীর্থ মাথিশা পাতিরানার সঙ্গে জুটি বেধে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে দারুণ বল করেছেন বিনুরা। তবে বুকের সংক্রমণের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (শনিবার) পাল্লেকেলেতে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img