টি-টোয়েন্টির একনিষ্ঠ অনুসারীদের ডোমিনিক ড্রেকস নামটা ভালোই স্মরণে থাকার কথা। মাত্র গত মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তার ২৪ বলে ৪৮ রানের ঝড়ের কল্যাণেই সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টয়স ঘরে তুলেছিল তাদের প্রথম শিরোপা। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার এবার খেলতে যাচ্ছেন আইপিএলে। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের বদলি হিসেবে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য ড্রেকসকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। কোমরের ইনজুরির জন্য কারেনের শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে।
West Indies all-rounder Dominic Drakes has replaced Sam Curran in the #CSK squad for the remainder of #IPL2021 pic.twitter.com/uyP7EAlKf6
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 6, 2021
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্যাম কারেনের জন্য। চেন্নাইয়ের হয়ে মাত্র দুটি ম্যাচ মাঠে নেমেছিলেন আইপিএলের দ্বিতীয় কিস্তিতে; দুই ম্যাচেই রান দিয়েছেন চার ওভারে পঞ্চাশের বেশি। এরপরই পড়েছেন ইনজুরিতে। তাঁর বদলি হিসেবে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে তাঁর ভাই টম কারেনকে।
England all-rounder Sam Curran has been ruled out of the #T20WorldCup with a lower back injury
Tom Curran will replace him in England’s squad for the tournament. In addition, Reece Topley has been added as a travelling reserve pic.twitter.com/RJGAmoU5k1
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 5, 2021
অপরদিকে মৌসুমটা এখনো পর্যন্ত খুবই ভালো যাচ্ছে ডোমিনিক ড্রেকসের। মূলতঃ বোলিং অলরাউন্ডার ড্রেকস সিপিএলে ১১ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ফাইনালের মঞ্চে সেই ইনিংস। সব মিলিয়ে ১৯ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০ উইকেট ড্রেকসের, ৯ ইনিংস ব্যাট হাতে নেমে ২১.৮৫ গড়ে ১৫৩ রান করেছেন; স্ট্রাইক রেট ১৫৯.৩৭।
আনুষ্ঠানিকভাবে কোন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার হিসেবে মাঠে না নামলেও এতোদিন অবশ্য আইপিএলের অংশই ছিলেন ডোমিনিক ড্রেকস। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেই ছিলেন নেট বোলার হিসেবে। এখন পেয়ে যাচ্ছেন চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামার সুযোগটাও।
ডোমিনিক ড্রেকসের আরেকটি পরিচয় হল, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ভ্যাসবার্ট ড্রেকসের ছেলে তিনি। ২০০২ সালে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশ সফরে এসে কাঁপিয়ে দিয়েছিলেন ভ্যাসবার্ট। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই নিয়েছিলেন ৪ উইকেট করে। গড়েছিলেন তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ (১২) উইকেট শিকারের রেকর্ড; যা পরে ভেঙ্গেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।