জাতীয় দলের জার্সিটা গত বছরই তুলে রেখেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলপতি হিসেবে এখনও নির্বিঘ্নে খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি জানিয়েছেন, নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে চান চেন্নাইয়ের জার্সিতেই। সেটা হতে পারে আসন্ন সিরিজেই কিংবা আরও পাঁচ বছর পর!
“ক্রিকেট নিয়ে সবসময়ই আমার একটা পরিকল্পনা আছে। চেন্নাই সুপার কিংসের হয়েই আমি আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই। হতে পারে সেটি আগামী বছর কিংবা আরও পাঁচ বছরের মধ্যে। আমি এখনও এ ব্যাপারে কিছুই ভাবিনি ”-সুপার কিংস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বলছিলেন ধোনি
A promise from #Thala…#Anbuden awaiting… 💛🦁#WhistlePodu #Yellove pic.twitter.com/zGKvtRliOY
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান; সেই সাথে জিতেছেন চারটি শিরোপাও! চেন্নাই ভক্তদের অগণিত ভালবাসায় সিক্ত ধোনি জানিয়েছেন, “আমি বিশ্বাস করি, চেন্নাই আমাকে অনেক কিছু শিখিয়েছে। তামিলনাড়ু শিখিয়েছে কীভাবে নিজেকে পরিচালনা করতে হয় এবং কীভাবে খেলার প্রশংসা করতে হয়। আমরা যখনই চেন্নাইয়ে খেলেছি, ভক্তরা এসে আমাদের অকুণ্ঠ সমর্থন করে গেছে।”
সময়ের সাথে সাথে, ধোনি শুধুমাত্র চেন্নাই সুপার কিংস দলের ‘ব্র্যান্ডই’ নয়, বরং পুরো চেন্নাই শহরেরও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এখন দেখার বিষয় এই যে, ৪০ বছর বয়সী এই ক্রিকেটার আসন্ন আইপিএল শেষেই কি অবসরে যাবেন নাকি নারায়ণস্বামী শ্রীনিবাসনের সুপার কিংস তাঁকে দলে রেখে দিতে চাইবে আরও কয়েক বছরের জন্য!