ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সাথে লড়াই শুরু; এখন অব্দি সেই লড়াই চলছে। ইনজুরি নিয়ে এক টেস্ট বাকি রেখেই সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন, ঘরের মাঠে পরের সিরিজও খেলা হয়নি। তবে সব পরিকল্পনা অনুযায়ী চললে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠের খেলায় ফিরতে পারেন তাসকিন আহমেদ, পুরোপুরি ফিট থাকলে সুযোগ হয়ে যেতে টি-টোয়েন্টি সিরিজেও।
‘ওয়ার্ল্ড ক্লাস’ হতে চাই – গণমাধ্যমকে বলেছেন তাসকিন আহমেদ
তাসকিন আহমেদসহ ওয়ানডে আর টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটারদের ফ্লাইট শুক্রবার সকাল আটটায়। তার আগে বুধবার মিরপুরের নেটে ফুল রিদমে বোলিং করেছেন তাসকিন আহমেদ। তার বোলিং সেশনে উপস্থিত ছিলেন দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক এবং বিসিবি চিকিৎসক মনজুর হোসেন। তাসকিনের বয়স এখন ২৭, ঘন ঘন ইনজুরির কারণে তিন ফরম্যাটে তার খেলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ঢাকা এক্সপ্রেসের ভাবনা স্পষ্ট।
“আমি সব ফরম্যাট খেলতে চাই। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন ফিট হয়ে ভালো করে খেলার সঠিক সময়। গতকাল এবং আজকে শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং চেষ্টাগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারা সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট“
শেষ কয়েক বছরে তাসকিনের উন্নতি চোখে পড়ার মতো। কোনো সন্দেহ ছাড়াই এখন তিনি দেশসেরা পেসার। অ্যান্টিগা টেস্ট শেষের পর তার প্রশংসা করেছেন টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে সাকিবের কথা অনুপ্রেরণা জুগিয়েছে ডানহাতি এই পেসারকে।
“কোনো সন্দেহ নেই তিনি একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে আমি আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে”
টি-টোয়েন্টি সিরিজ তাসকিন আহমেদ খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত না। তবে তার আত্মবিশ্বাসই হয়তো বাংলাদেশ দলের জন্য আশা হয়ে থাকবে, “যদি” তাসকিন খেলেন…