শুরু হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। প্রথম দিনেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিসহ বেশ কয়েকটি বড় ক্লাব। তবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বুধবার। সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে আতিথেয়তা দেবে তারা। ১০:৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিন। বুন্দেস লিগায় দারুণ খেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে তারা। জুড বেলিংহামদের বিপক্ষে চমক দেখাতে পারে জার্মান ক্লাবটি। এর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অখ্যাত ক্লাব শেরিফের কাছে হারের রেকর্ড আছে রিয়ালের। তাই বার্লিনকে হালকা করে দেখার সুযোগ নেই।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ১৪ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। সবশেষ আসরের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে রিয়াল।
ইনজুরির কারণে এদের মিলিতাও, থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সার্ভিস পাচ্ছে না কার্লো আনচেলত্তি। চোটে পড়া ফারলাঁ মেন্দি ফিরতে পারেন। গোলবারের দায়িত্ব সামলাবেন কেপা আরিজাবালাগা, ডিফেন্সে আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরান গার্সিয়া। মিডফিল্ডে ফেদে ভালভার্দে, অরেলিয়াঁ চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা থাকতে পারেন। আক্রমণভাগে জুড বেলিংহামের সাথে হোসেলু ও রদ্রিগোর থাকার সম্ভাবনাই বেশি।
ইউনিয়ন বার্লিন শিবিরেও রয়েছে চোটের শঙ্কা। রিয়ালের বিপক্ষে রানি খেদিরার খেলার সম্ভাবনা কম। এছাড়াও আন্দ্রেস শেফার ও লরেন্স দেলও চোট থাকায় এদিন খেলতে নাও পারেন তারা।