২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চ্যালেঞ্জ বলতে কিছু নেই, ভালো করতে হবে যেকোনো উইকেটে: নাসুম

- Advertisement -

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চুড়ান্ত সেই বিশ্বকাপে ১৭জন টাইগার স্বপ্নসারথী। নাসুম আহমেদ তাঁদেরই একজন।

নাসুমকে দিয়েই সাকিব আল হাসানের বাইরে দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে একজন নিয়মিত বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার সংযোজন করেছে জাতীয় দল। ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫.৫৫ গড়ে ১৮ উইকেট; ওভারপ্রতি খরচ মাত্র ৬.২২ রান- নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নাসুম ইতোমধ্যেই জাতীয় দলে নিজের একটা পাকা অবস্থান তো তৈরি করে নিয়েছেনই; একই সাথে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও সম্প্রতি দিয়েছেন বিশাল লাফ। সেপ্টেম্বরে প্রকাশিত টি-টোয়েন্টি বোলার্স র‌্যাংকিংয়ে ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন নাসুম।

অভিষেকের পর থেকেই বল হাতে ধারাবাহিক নাসুম

ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মত দলের ব্যাটসম্যানরা নাসুমের ঘূর্ণিতে নাকাল হয়েছে; কিন্তু বিশ্বকাপ হবে আরব আমিরাতে। সেটা বড় মঞ্চ, বড় চ্যালেঞ্জ; কন্ডিশন বা উইকেটও হয়তো হবে অনেক আলাদা। সব মিলিয়ে এই চ্যালেঞ্জ নিতে কতোটুকু প্রস্তুত নাসুম?

শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুনামগঞ্জের এই তরুণ অবশ্য জানিয়েছেন, ‘চ্যালেঞ্জ’ নিয়ে চিন্তা করার চেয়ে যেকোন উইকেটে ভালো করাই তাঁর লক্ষ্য।

“বিশ্বকাপের জন্য আলাদা চ্যালেঞ্জ বলতে কিছু নেই, আপনাকে যেকোন উইকেটে ভালো করতে হবে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেদের দেখাতেও হবে”- বলেছেন নাসুম

আমিরাতর এই মুহুর্তে আইপিএল খেলছেন সতীর্থ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। নাসুম মনে করেন, আমিরাতের উইকেট সম্পর্কে বুঝতে তাঁরা হবেন বড় সাহায্য।

“অবশ্যই ওরা ওখানে অনেকদিন যাবৎ আছে। ওখানকার উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।”

অনুশীলনে নাসুম আহমেদ

বিশ্বকাপের জন্য নিজেদের বিভিন্নভাবে প্রস্তুত করছেন দলের খেলোয়ড়েরা। মুশফিক, রুবেল শামীম, বিপ্লবরা চট্টগ্রামে খেলছেন ‘এ’ দল-এইচপির সিরিজ। রিয়াদ-সৌম্য-আফিফ-তাসকিনরা মিরপুরে চালিয়ে যাচ্ছেন নিবিড় অনুশীলন। নাসুমের শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন?

“এতদিন ছুটিতে ছিলাম, ছুটিতে কাজ করেছি। নিজেকে প্রস্তুত করতে যা যা দরকার করেছি। গতকাল অবধিও আমরা কাজের মধ্যেই ছিলাম। আজ হয়তো একটু ব্রেকে এসেছি।”

বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। ১৭ই অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img