আড়াইশ বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। অন্যদিকে ভারত ‘এ’ দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন কোনো ক্রিকেটারই নেই। সেই ভারতের বিপক্ষে হেরেই বিদায় বলতে হলো সাইফ-সৌম্যদের। ২১১ রানে ভারত ‘এ’ দলকে থামিয়েও জিততে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের হার ৫১ রানে। রোববার কলম্বোর ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
রান তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। নাঈম শেখ আর তানজিদ হাসান তামিমের ব্যাটে সহজ জয়ের পথেই ছিল সাইফ হাসানের দল। প্রথম উইকেট ৭০ রানের জুটি। নাঈম ফিরলেও তামিম তুলে নিয়েছেন ফিফটি। তবে শেষমেশ ৬৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ না থাকলেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলতেই হচ্ছে। ম্যাচে একাধিক সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। খুব স্বাভাবিকভাবেই হতাশ টাইগাররা।
আমরা সবাই হতাশ। উইকেট একটু কঠিন ছিল কিন্তু এমন উইকেট না যে খেলা যাবে না। সবাই জানেন আজকে কী হয়েছে। আমি যে জায়গায় আছি আসলে সেই জায়গা থেকে মন্তব্য করা যায় না। কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো- হাবিবুল বাশার
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ‘এ’ : ২১১ (৪৯.১ ওভার)
(ধুল ৬৬, অভিষেক ৩৪, সুদর্শন ২১, রাকিবুল ২/৩৬, মেহেদী ২/৩৯, তানজিম ২/৫৮)
বাংলাদেশ ‘এ’ : ১৬০ (৩৪.২ ওভার)
(তানজিদ ৫১, নাঈম ৩৮, সাইফ ২২; সিন্ধু ৫/২০, ছুতার ৩/৩২)
ফলাফল : ভারত ‘এ’ ৫১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : যশ ধুল।