ইউরো বাছাই পর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে জিতেছে স্পেন। দলের হয়ে হ্যাট্রিক করেন আলভারো মোরাতা। একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল, দানি ওলমো ও নিকো উইলিয়ামস। অন্যটি আত্মঘাতী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় স্পেন। ২২ মিনিটে অ্যাসেনসিওর ক্রস থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন মোরাতা। এর ৫ মিনিট পরেই নিজেদের জালে বল জড়ান সলোমন কাভারখেলিয়া। ৩৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ওলমো। এর ঠিক দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান মোরাতা। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে জর্জিয়া। পুরো ম্যাচে তাদের সান্তনা এতটুকুই। এরপর একে একে আরও তিনটি গোল হজম করেছে তারা।
৬৫ মিনিটে হ্যাট্রিক পূরণ করেন মোরাতা। এর তিন মিনিট পরেই উইলিয়ামস দারুণ ফিনিশিংয়ে ষষ্ঠ গোলটি করেন। স্পেনের জার্সিতে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বল জালে জড়ালেন তিনি।
৭৪ মিনিটে বার্সেলোনার ওয়ান্ডার বয় ইয়ামাল স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচেই পেয়ে যান প্রথম গোল। এরপর চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি স্পেন। ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোরাতা-ওলমোরা।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে টেবিলের দুইয়ে উঠে এল স্পেন। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে জর্জিয়া।