২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

জাকিরের ১৫৮, নাসুমের ৫৯; দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪২৯ রান

- Advertisement -

৪২ রানেই নেই দলের তিন উইকেট, সেখান থেকে জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বিসিবি দক্ষিণাঞ্চল ইনিংস শেষ করেছে ৪২৯ রানে। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন তখন উইকেটকিপার জাকিরের নামের পাশে ১৫৮ রান। তৃতীয় দিনে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুমের ব্যাট থেকে এসেছে ৫৯; নবম উইকেটে দুজনের জুটি ১০৮ রানের।

৯১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন জাকির। তৃতীয় দিনের শুরুতেই পূর্ণ করেছেন নিজের শতক। যোগ্য সঙ্গীর অভাবে ইনিংসটাকে করতে পারেননি লম্বা, তবে শেষ অব্দি ঠিকই খেলে গেছেন। দলকে এনে দিয়েছেন ১৬৯ রানের লিড।

সংক্ষিপ্ত স্কোর: বিসিবি দক্ষিণাঞ্চল- ৪২৯/১০ ( জাকির হাসান- ১৫৮, বিজয়- ৮৮, নাসুম- ৫৯; এনামুল হক (পেসার)- ৩/৬৯, মোহাম্মদ আশরাফুল- ৩/৮২, নাঈম হাসান- ৩/১২৭)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img