১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। ৪, ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, মালদ্বীপ ও নেপাল।
এক নজরে সাফের ২৬ সদস্যের দল
গোলকিপার: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম সোহেল।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক রায়হান, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ আতিকুজ্জামান।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম , জুয়েল রানা ও এলিটা কিংসলি।