২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

জাদেজার সাফল্য, চেন্নাইয়ের জয়

- Advertisement -

ভারতে চলছে মৃত্যুর মিছিল, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন, তবুও চলছে আইপিএল। খবরও হচ্ছে, হচ্ছে শিরোনাম । সেই শিরোনামেই নাম তুলেছেন হার্শাল প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। চেন্নাই আর  বেঙ্গালুরু হার্শাল ১ ওভারে রান দিয়েছেন ৩৭, ব্যাটিংয়ে ছিলেন জাদেজা।

ওয়েংখাড়ে গড়পরতা শুরুর ইনিংস শেষে গিয়ে রাঙিয়েছেন জাদেজা। হার্শালের করা ইনিংসের শেষ ওভারে ৩৭  (৬ ৬ ৬(নোবল) ৬ ২ ৬ ৪)। আইপিএলে কোনো নির্দিষ্ট ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। নির্ধারিত ২০ ওভার শেষে চেন্নাই তুলেছে ৪ উইকেটে ১৯১; জাদেজা ৬২, প্লেসি ৫০।

জবাব দিতে নেমে পাডিকাল শুরুটা করেছিলেন দারুণ। তবে রান তোলার ধারা বজায় রাখতে পারেননি। কোহলি ছুঁতে পারেননি দুই অংকের ঘর, পাডিকালের ইনিংস থেমেছে ১৫ বলে ৩৪ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বেঙ্গালুরুর ইনিংস থেমেছে ৯ উইকেটে ১২২ রানে।

ছবি: ক্রিকইনফো

বয়স বিয়াল্লিশ, অথচ এখনো মাঠে তরুণ ইমরান তাহির। এখনো উইকেট পান, উদযাপন মাঠ ছুটে বেড়ান। রোববার ইমরান তাহির ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

তবে ম্যাচের সব আলোই যেন ছিল জাদেজার জন্য নির্ধারিত। ব্যাটিংয়ের পর বল হাতেও ছড়িয়েছেন উজ্জ্বলতা, ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img