১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

জিম-আফ্রো টি-টেনে দল পেলেন বিজয়

- Advertisement -

রিশাদ হোসেনের পর জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। ড্রাফটে ডানহাতি এই ব্যাটারকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স।

বিজয়ের সাথে বুলাওয়েও ব্রেভসের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট।

এদিকে বিজয় ছাড়াও জিম-আফ্রোর এবারের আসরে খেলবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। রিশাদ-এনামুলের আগে এই টুর্নামেন্টের গত আসরে অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। সেবার জোবার্গ বাফেলোসের হয়ে খেলেছিলেন মুশফিক। তাসকিন খেলেছেন বুলাওয়েও ব্রেভসের হয়েই।

আগামী ২১ সেপ্টেম্বর হারারেতে শুরু হওয়া জিম-আফ্রো টি-টেন লিগ চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img