আমিনুল ইসলাম বিপ্লব যে বলে বাবর আজমকে আউট করলেন সেটি সম্ভবত তখনো পর্যন্ত ইনিংসের সবচেয়ে বাজে বল। টি-টোয়েন্টি সিরিজে রানখরা বজায় রেখে শেষ ম্যাচেও ১৯ রানে আউট হলেন বাবর কাউ কর্নারে নাইম শেখের তালুবন্দি হয়ে।
তবে তাতে কি? বাবরের উইকেট না থাকলেও বাংলাদেশের ১২৫ রানের লক্ষ্য যে একেবারেই মামুলি তা তো জানেই পাকিস্তান। রিজওয়ান ও হায়দার আলী তাই এগোচ্ছেন আস্তে ধীরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেটে ৬০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। রিজওয়ান ৩৪ বলে ২৯ ও হায়দার ১৩ বলে ৯ রানে অপরাজিত রয়েছেন।