১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

টটেনহ্যামকে হারিয়ে চেলসির ডার্বি জয়

- Advertisement -

হাইভোল্টেজ লন্ডন ডার্বিতে চোখ ছিলো ফুটবল বিশ্বের। চেলসি-টটেনহ্যাম ম্যাচ বলে কথা, মাঠ থেকে মাঠের বাহিরে উত্তেজনার পারদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো সবখানে। চেলসির নতুন ম্যানেজার থমাস তুখেলের প্রথম লন্ডন ডার্বি, চ্যালেঞ্জটা সন্মান সেই সাথে টিকে থাকার। তিনি দলের সাথে যোগ দিয়ে পর পর দুই ম্যাচে জয়ের মুখ দেখান ব্লুজদের।

মরিনিয়োর দলের বিপক্ষে খেলাটা  সহজ নয় , চ্যালেঞ্জ নিতে বেশ পারদর্শী তুখল তার প্রমাণ দিলেন আবারো । শেষ দুই ম্যাচ হারের পর মরিনিয়ো জয়ের কৌশল আঁকতে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন দলে, সব কৌশল ভেস্তে গেছে।

ম্যাচের পুরো সময় জুড়ে জেমস, মাউন্টদের আক্রমণ স্পার্সকে খুব একটা সুযোগ দেয় নি গোল করার, হ্যারি কেইনের অনুপস্থিতিটা হাড়ে হাড়ে টের পেয়েছে টটেনহ্যাম। ম্যাচের শুরু থেকে চেলসির আক্রমণ ঠেকাতে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিল স্বাগতিকরা।

টিমো ওয়ার্নার ট্যাকল দিতে গিয়ে যে ফাউলটা করেছিলেন তাতেই কপাল পুড়েছে টটেনহ্যামের, পেনাল্টি পেয়ে দলকে লিড এনে দেন জর্জিনহো। ম্যাসন মাউন্টদের গোল করার প্রচেষ্টা ঘরের মাঠেই টটেনহ্যামকে স্নায়ুচাপে ফেলে দেয়। ম্যাচে গোলের দেখা মেলে নি আর। টানা তিন ম্যাচ হেরে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ এ অবস্থান করছে টটেনহ্যাম। ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেলসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img