১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টপ এন্ড সিরিজের ফাইনালে বিসিবি এইচপি

- Advertisement -

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নর্দান টেরিটরিকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ হাইপারফর্ম্যান্স (এইচপি) দল। রবিবার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২১ রানের জয় পেয়েছে এইচপি দল।

ওভালের টিআইও স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারের ৫ম বলেই সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। গত ম্যাচে ওপেনিংয়ে নামা তানজিদ তামিম এদিন নেমেছিলেন তিন নম্বরে। পারভেজ হোসেন ইমনকে নিয়ে একটা ভালো জুটি গড়ার চেষ্টা করেছিলেন তামিম। তবে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে তামিমের ইনিংসের ইতি টানেন ক্যালেন মেলেডি। ১১ বলে ১৬ করেন তামিম।

টপ অর্ডার ব্যাটরার সুবিধা করতে না পারলেও হতাশ করেননি শামীম হোসেন পাটোয়ারী-আফিফ হোসেন ধ্রুবরা। পারভেজ হোসেনকে নিয়ে ইনিংস গড়ায় মনোযোগ দেন আফিফ। দলীয় ৬২ রানে ফেরেন আফিফ। ডি’আর্সি শর্টের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেন ২২ রান। এর পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমন। রান করেছেন ২৩ বলে ১৭। উইকেটে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক আকবর আলীও। ফিরে গেছেন মাত্র ৩ রান করেই।

ব্যাটিং লাইনআপ যখন ধ্বসের দিকে তখন দলের হাল ধরেন শামীম। ৩৬ বলে ৪১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। গত ম্যাচে দুর্দান্ত ক্যামিও খেলা মাহফুজুর রহমান রাব্বি করেছেন ২০ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয় ১৩৮ রান।

১৩৯ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে রিপন মন্ডল ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানেই থেমে যায় নর্দান টেরিটরির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওপেনার জেক ওয়েদারল্ড। এইচপির হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিপন। সমান ওভারেই মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। আবু হায়দার রনি ও আলিস আল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img