ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হয়ে চেলসিকে উড়তে শেখাচ্ছেন টমাস টুখেল। ব্লুজদের পারফর্ম্যান্সতো তাই বলে। লিগ ম্যাচে টানা চতুর্থ জয়। সবশেষটা নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে। এই জয়ে টেবিলের চতুর্থ স্থানে লন্ডনের ক্লাবটি। গোল করেছেন অলিভিয়ের জিরু এবং টিমো ভেরনার।
স্ট্যামফোর্ড ব্রীজে ম্যাচের প্রথম একাদশেই ছিলেন না ফরাসি তারকা জিরু। ট্যামি আব্রাহাম ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন, আর তার বদলি হিসেবে মাঠে নেমে চেলসিকে লিড এনে দেন জিরু, ৩১ মিনিটেই। স্বাগতিকের জয়টা নিশ্চিত হয় প্রথমার্ধেই। বিরতির ছয় মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন গোল খরায় থাকা টিমো ভেরনার। ১৪ ম্যাচ পর গোলের দেখা পান এই জার্মান ফরোয়ার্ড। অবশ্য আগের গোলেও অ্যাসিস্ট ছিল ভেরনারের। শেষ পর্যন্ত ২-০ গোলে হারে নিউক্যাসল ইউনাইটেড।