মিরপুরের আকাশে বৃষ্টি, ম্যাচ কখন মাঠে গড়াবে তা নিয়ে তো বটেই, টস সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও ছিল শঙ্কা। অবশেষে টস পর্ব শেষ হয়েছে, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাশ।
একাদশে কোনো পরিবর্তন আছে কি না এমন প্রশ্নের জবাবে কি উত্তর দেবেন, টস করতে এসে সেটাই ভেবে পাচ্ছিলেন না লিটন। কারণটাও স্পষ্ট, একাদশে যে এক-দুইজন না, এসেছে একাধিক পরিবর্তন! ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ; দুই সিনিয়র ছাড়াও একাদশে নতুন আরও দুইজন।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাশ (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।