ওয়ানডেতে হোয়াইটওয়াশ, প্রথম টি-টোয়েন্টিতেও হার। অনিন্দ্য সুন্দর কিউই জনপদে বাংলাদেশের সময়টা হয়তো তেমন সুন্দর কাটছে না। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু নেপিয়ারের ম্যাকলিন পার্ক, মাঠে ধারণক্ষমতা বিশ হাজারের কিছু বেশি। যেখানে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পরিবর্তন কেবল ১টি। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে তাসকিন আহমেদ। আগের ম্যাচে ৪ ম্যাচে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান, তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি একাদশে তাসকিন আহমেদ, শেষবার ২০১৮ সালের ১০ মার্চ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।