হোয়াইটওয়াশের মিশনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। নির্ধারিত সময়ের মিনিট ১৫ পরে অনুষ্ঠিত হওয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফররত শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।
দুই পরিবর্তন নিয়ে মাঠে টিম টাইগার্স, অনুমিতভাবেই দলে এসেছেন নাইম শেখ। বাদ পড়েছেন লিটন দাস। আর শেষ ম্যাচে ইনজুরিতে পড়া সাইফউদ্দিনের বদলি হিসেবে এসেছেন গত ম্যাচের ‘কনকাশন সাব’ তাসকিন আহমেদ।
আগের দুই ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ। জয়টাও এসেছিল প্রত্যাশা মাফিক। জয়ের থেকেও বাংলাদেশের জয়ের তারণা মুগ্ধ করেছে সবাইকে। প্রতি ম্যাচেই টিম ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেষ্টা করেছে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে। সেই পরিকল্পনামতই প্রথম ম্যাচের ফ্লপ মিঠুনকে বসিয়ে পাঁচ নম্বরে সুযোগ দেওয়া হয় মোসাদ্দেককে।
দুই ম্যাচেই ওপেনার লিটন দাসের থেকে আশানুরুপ পারফর্ম্যান্স না পাওয়ায় স্কোয়াডের বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয় নাইম শেখের নাম। স্বাভাবিকভাবেই তাই একাদশে এই তরুন ওপেনার।