বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে সিলেট স্ট্রাইকার্স। দলটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার খেলা নিয়ে শঙ্কা থাকলেও সেসব উড়িয়ে দিয়ে মাঠে নামছেন তিনি।
বিপিএলের আগের আসরে ফাইনালে খেলেছে নাজমুল হোসেন শান্ত-তানজিম হাসান সাকিবরা। এ মৌসুমেও বড় কিছু করার লক্ষ্য নিয়ে দল সাজিয়েছে তারা। তাওহীদ হৃদয়কে হারালেও প্রায় একই দল রয়েছে সিলেট। জাকির হাসানরা তো আছেনই এই মৌসুমে নতুন এসেছেন মিঠুন আলী-ইয়াসির আলী চৌধুরী। এ দুজনের অর্ন্তভুক্তি নিশ্চিত করে দলটির শক্তি বাড়াবে।
অন্যদিকে বেশ তরুণ একটি দল সাজিয়েছে চট্টগ্রাম। গত মৌসুমে দল না পাওয়া তানজিদ হাসান তামিম তাদের শক্তির অন্যতম জায়গা। এ মৌসুমেও ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম।